অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান

রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ জুন ২০২৪, ১৬:০০

ছবি: সংগৃহীত

ইতিহাসটা গড়াই হয়ে গেলো আফগানিস্তানের। বিশ্বকাপের মঞ্চে তারা হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। শুরুতে ব্যাটাররা ভিত গড়ে দিয়েছিলেন। পরে বল হাতে বোলাররা আটকে রাখেন অজিদের।

আজ রবিবার গ্রুপ ওয়ানে কিংসটাউনে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করা আফগানরা নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে ১৯.২ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে এটিই আফগানিস্তানের প্রথম জয়।

সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকলো আফগানিস্তান।আফগানদের ঐতিহাসিক জয়ে তাদের ও বাংলাদেশের আশা টিকে রইল। জমে উঠলো গ্রুপ ওয়ানের সেমিফাইনালে ওঠার লড়াই। 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top