-২০ ডিগ্রিতে অর্ধনগ্ন ছবিতে ভাইরাল রোনারদো
Nasir Uddin | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০১
বড়দিনের ছুটিতে সৌদি আরব ছেড়ে সপরিবারে বরফের দেশ ফিনল্যান্ডে ঘুরতে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির তীব্র গরম থেকে ভয়ানক ঠাণ্ডা পরিবেশে গিয়েও চুপ করে বসে নেই পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। মেতে আছেন আইস স্কেটিং, আইস বাথ সহ নানান আনন্দযজ্ঞে। সেসব মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যমের পোস্ট করছেন তিনি।
তাঁর সপরিবারে ল্যাপল্যান্ডে ক্রিসমাস উদযাপন করার একটি ভিডিও তিনি তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাইরে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরেও ঠান্ডা জলে ডুব দিচ্ছেন রোনালদো। ভিডিওতে, ৩৯ বছর বয়সী তার চারপাশের তাপমাত্রার কথা উল্লেখ করেছেন এবং তাকে তার কেবিনের চারপাশে বরফের পুরু চাদর দিয়ে প্রায় অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর রোনালদো সিঁড়ি বেয়ে ঠান্ডা জলে নেমে যান ।
এর আগে রোনালদোর অনলাইনে পোস্ট করা ১০ মিনিটের একটি ভিডিওতে জর্জিনা রদ্রিগেজ ও তাদের সন্তানদের সঙ্গে সান্তা ক্লজের সঙ্গে দেখা করেন। ইনস্টাগ্রামে ৬৪৫ মিলিয়ন ফলোয়ারদের স্প্যানিশ ভাষায় 'মেরি ক্রিসমাস'-এর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বরফের উপর দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক যোগযোগের মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, 'সবাইকে শুভ বড়দিন। '
আগামী ৯ জানুয়ারি পর্যন্ত সৌদি প্রো লিগে ফের ফিরবেন আল নাসরের এই স্ট্রাইকার। তাই রোনালদো আরও কয়েকদিন নিশ্চিন্তে পরিবার নিয়ে ঘুরতে পারবেন। এ বছরটা মাঠে দারুণ কেটেছে রোনালদোর। ফলে এই ছুটি তার প্রাপ্যও বটে। ২০২৪ সালে সবমিলিয়ে ৫১ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮ গোল। এ বছর পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। তবে দলীয় সাফল্য ধরা দেয়নি তাকে। তার দেশ পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর তার ক্লাব আল নাসর প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করেছে এবং হেরে গেছে সৌদি সুপার কাপের ফাইনালে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।