সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ভিনিসিয়ুসের লাল কার্ড, বেলিংহামের পেনাল্টি মিস, তারপরেও রিয়ালের জয়

Nasir Uddin | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫, ১৩:১৩

রিয়ালের জয়

রিয়াল মাদ্রিদ ও ভালেন্সিয়ার ঘটনাবহুল ম‍্যাচ দিয়ে শুরু হলো লা লিগার নতুন বছর। এই ম্যাচে লাল কার্ড দেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এ ছাড়াও বেলিংহ‍্যাম পেনাল্টি মিস করেছেন। এমন প্রতিকূল অবস্থার মধ্যেই লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ পেয়েছে অবিশ্বাস্য এক জয়। শেষদিকে লুকা মদ্রিচের গোলে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয় কার্লো আনচেলত্তির দল। দুর্দান্ত প্রত্যাবর্তনে বছরের প্রথম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে লস ব্লাঙ্কোসরা।

ভ্যালেন্সিয়ার মাঠে শুক্রবার রাতের ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। খুব কাছ থেকে গেররার শট কোর্তোয়া কোনোমতে ফেরালেও ফিরতি বল পেয়ে জালে পাঠিয়ে দেন দুরো। ৪৩ মিনিটে ভিনিসিয়ুসের শট পা দিয়ে কোনোমতে ফিরিয়ে দেন দিমিত্রিয়েভস্কি। পিছয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল। কিন্তু একের পর এক ফাউলে ম্যাচের গতি হারায়।

৫২তম মিনিটে ডি বক্সে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। বেলিংহ‍্যামের নিচু গড়ানো শট পোস্টে লেগে ফিরে আসে! এই প্রথম তিনি পেনাল্টি থেকে গোল করতে ব‍্যর্থ হলেন। ৫৮তম মিনিটে বল জালে পাঠান এমবাপে। তবে বেলিংহ‍্যামের পাস পাওয়ার সময় তিনি অফসাইডে ছিলেন। নয় মিনিট পর অহেলিয়া চুয়ামেনির ক্রসে রদ্রিগোর দারুণ হেড ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়।

৭৯তম মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। ভ্যালেন্সিয়া গোলরক্ষকের স্লেজিং সইতে না পেরে তার ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। রেফারি কার্ড দেখানোর সময় ভিনি ফের তেড়ে যাচ্ছিলেন, তখন সতীর্থরা তাকে সেখান থেকে সরিয়ে নেন। ৮৫তম মিনিটে বেলিংহ্যামের পাস থেকেই ম্যাচে সমতা ফেরান একটু আগে বদলি নামা লুকা মদ্রিচ। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন বেলিংহ্যাম।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top