চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনায় কতটা প্রস্তুত বাংলাদেশ
Ruhul Raj | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৬
দীর্ঘ এক জটিলতার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিগত ২০২৪ সালের পুরো বছরের নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয়, হাইব্রিড মডেলেই হবে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরপরেই দ্রুতগতিতে এগুচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ। এরইমাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেয়ার সময়।
আইসিসির ঘোষণা অনুযাইয়ী, ১২ই জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী ৮ দলকে নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে। যদিও ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছেমতো পরিবর্তন আনতে পারবে। তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হবে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে।
ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের তিন ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
টুর্নামেন্টে অংশ নিতে এরইমাঝে দল ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড। জশ বাটলারকে অধিনায়ক করে ঘোষিত সেই স্কোয়াডে আছেন জফরা আর্চার, জো রুট, মার্ক উডের মতো ক্রিকেটাররা। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য তারা সফর করবে ভারতে। ৫ টি-টোয়েন্টির সঙ্গে খেলবে ৩ ওয়ানডে। ২০২৩ সালের ভারত বিশ্বকাপের বাজে ফর্ম কাটিয়ে উঠতে ইংলিশরা মরিয়া– তারই নমুনা দেখা গিয়েছে এখন পর্যন্ত।
যদিও স্কোয়াড জমা দেয়ার সময় ঘনিয়ে এলেও জটিলতার মাঝে আছে বাংলাদেশের স্কোয়াড। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে তিক্ততা অজানা নয়। তামিম ইকবালের অবসর এবং মাঠে ফেরা নিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন। অন্যদিকে দেশে ফিরতে না পারার পর সাকিবও ৮-জাতি এই টুর্নামেন্ট খেলবেন কিনা, তাও বড় প্রশ্ন।
অফফর্মে থাকা লিটন দাস থাকছেন কি না তাও এক প্রশ্ন। অবশ্য অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকছেন তার গ্রিন সিগন্যাল দিয়েই রেখেছেন বোর্ড সভাপতি। ১২ই জানুয়ারির প্রাথমিক স্কোয়াড সাজাতে নির্বাচকদের অনেকগুলো ‘মিসিং পাজল’ পূরণ করতে হবে সেটা নিশ্চিতভাবেই বলা চলে।
৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ-এ তে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গী ভারত ও নিউজিল্যান্ড। ২০ তারিখ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ।
বিষয়: চ্যাম্পিয়ন্স ট্রফি BCB বিসিবি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।