বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা

রাহুল রাজ | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৫, ২০:০৪

ফাইল ফটো

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত সেরকম কিছুই হয়নি। ভারত সিরিজের পর তিনটি সিরিজেই তিনি ছিলেন দলের বাইরে। এমনকি খেলা হচ্ছে না চলমান বিপিএলেও। সে কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব খেলবেন কি না তা নিয়ে জল্পনা থামছে না।

এমনিতেই লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। আর সম্প্রতি তার বোলিংয়ে নিষেধাজ্ঞা এসেছে। সবমিলিয়ে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু বিস্ময়কর।’

 

গত ডিসেম্বরের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি। লাফবরো বিশ্ববিদ্যালয়ে দেওয়া সেই পরীক্ষায় ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকানোয় নিষেধাজ্ঞায় পড়েন সাকিব।

এ নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে আবারো ভারতের একটি ল্যাবে পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে এটির ফলাফল এখনো প্রকাশিত হয়নি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top