মায়োর্কাকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ
Nasir Uddin | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৪
চার দলের টুর্নামেন্ট স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। মায়োর্কাকে হারিয়ে এবার শিরোপার লড়াইয়ে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদও। আগামী রোববার (১২ জানুয়ারি) ট্রফি জয়ের মিশনে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে গতকাল রাতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারায় রিয়াল। বিরতির পর বেলিংহ্যামের গোলে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে আত্মঘাতী গোল করেন মায়োর্কার ভালিয়েন্ত। তিন মিনিট পর শেষ পেরেকটি ঠুকে দেন রদ্রিগো। আগামী রোববার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইউরোপের সেরা ক্লাবটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল। তবে লুকাস ভাসকেসের দারুণ শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। সপ্তম মিনিটে তাকে একা পান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফরাসি তারকার শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। এরপর সুযোগ আসে আরও কয়েকটি। তবে গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়ান গ্রাইফ।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অরেলিয়েন চুয়ামেনি চোট পেয়ে মাঠ ছাড়েন, তবে ম্যাচ শেষে নিশ্চিত করা হয় যে তিনি সুস্থ আছেন।
৬৩তম মিনিটে মাদ্রিদ গোলের সূচনা করেন বেলিংহাম। রদ্রিগোর হেড এবং কিলিয়ান এমবাপের প্রচেষ্টা ব্যর্থ হলেও বেলিংহাম সুযোগ কাজে লাগান ভালোভাবেই। তার গোলে এগিয়ে যায় রিয়াল।
মায়োর্কা ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছে অনেক। তবে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। ভ্যালিয়েন্টের আত্মঘাতী গোল মাদ্রিদের দ্বিতীয় গোল নিশ্চিত করে। রদ্রিগো শেষ মুহূর্তে আরেকটি গোল যোগ করে ম্যাচটি নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে। গেল মৌসুমেও ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ফাইনালে যা হয়েছিল, তার পুনরাবৃত্তি নিশ্চয়ই এবারও চাইবে রিয়াল।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।