শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

দিয়ালোর হ্যাট্রিকে জয় পেলো ম্যান ইউ

Nasir Uddin | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৯

ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

সাউদাম্পটনের বিপক্ষে ঘাম ছুটলেও শেষটা দারুণ হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে বৃহস্পতিবার পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আমাদ দিয়ালোর হ্যাটট্রিকে জয় তাদের ৩-১ ব্যবধানে। ১২ মিনিটে গোল তিনটি করেন আইভরি কোস্টের তরুণ উইঙ্গার।

১৯৩৪ সালের পর প্রথমবার ঘরের মাঠে টানা চতুর্থ লিগ ম্যাচ হারের শঙ্কায় ছিল ম্যানইউ। প্রথমার্ধে যেন বল পায়ে রাখতেই হিমশিম খেতে হয়েছে তাদের। একমাসেরও বেশি সময় পর প্রথমবার লিগে শুরুর একাদশে জায়গা পাওয়া আলেহান্দ্রো গারনাচো সুবর্ণ সুযোগ পেয়েও গোলপোস্টের বাইরে দিয়ে মারেন।

গোলপোস্টের নিচে গোল বাঁচাতে ব্যস্ত থাকতে হয়েছে ম্যানইউ কিপার আন্দ্রে ওনানাকে। ডাবল সেভে দলকে রক্ষা করেন তিনি। সাউদাম্পটনের টাইলার ডিবলিংকে ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শট নেন ম্যাথিউস ফার্নান্দেস। ইউনাইটেড কিপার তাকে বাধা দেন। অবশ্য প্রথমার্ধে রক্ষা হয়নি ম্যানইউর। কর্নার থেকে উড়ে আসা একটি বল দুর্ভাগ্যবশত উগার্তের গায়ে লেগে নিজেদের জালে জড়ায়।

প্রথমার্ধে গোলের জন্য ১০টি শট নিয়ে একটিমাত্র লক্ষ্যে রাখতে পারা ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশায় পরের মিনিটে আরও বড় ধাক্কা লাগতে পারতো। তবে ডিবলিংয়ের বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ওনানা।

৫৮তম মিনিটে একটুর জন্য দ্বিতীয় গোল পায়নি সাউথ্যাম্পটন। ঘানার মিডফিল্ডার কামালদিন সুলেমানার দুরূহ কোণ থেকে শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। পরের মিনিটে পাল্টা আক্রমণে গোলমুখে ফাঁকায় বল পেয়ে প্রয়োজনীয় টোকা দিতে পারেননি আন্তোনি।

ম্যাচের আধা ঘন্টা বাকি থাকতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। আক্রমণের ঝড় তুলে ৮২তম মিনিটে অবশেষে জালের দেখা পায় তারা। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে গোলটি করেন দিয়ালো।

সমতায় ফিরে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ইউনাইটেড। যোগ করা সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় গোল পায় তারা। ক্রিস্টিয়ান এরিকসেনের সঙ্গে ওয়ান-টু খেলে গোলটি করেন দিয়ালো।

তিন মিনিট পর ডি-বক্সে প্রতিপক্ষের একজনের থেকে বল কেড়ে নিয়ে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি সব অনিশ্চয়তার ইতি টেনে দেন কোত দি ভোয়ার এই ফরোয়ার্ড।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top