এনদ্রিকের জোড়া গোল, কোয়ার্টারে রিয়াল
Nasir Uddin | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৬
কয়েকদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৫ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ক্ষোভেই যেনও পুড়ছিল লস ব্লাঙ্কোসরা। তাই কোপা দেল রের ম্যাচে সেল্তা ভিগোকে ৫ গোল দিয়ে ফাইনাল হারের বেদনা কিছুটা কমিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অতিরিক্ত সময়ের শেষ দিকে ১৮ বছর বয়সী এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে শুরুটা দারুণ করলেও মাঝে খেই হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। ৩৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। প্রতি-আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় তারা। দিয়াসের দারুণ পাস পেয়ে ৪৮তম মিনিটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।
কামাভিঙ্গার করা ভুলে ৮৩তম মিনিটে ব্যবধান কমায় সেলতা ভিগো। নিজেদের ডি-বক্সের পাশে ভুল পাস দিয়ে বসেন ফরাসি মিডফিল্ডার। বল পেয়ে অরক্ষিত বাম্বাকে খুঁজে নেন পাবলো দুরান। ঠাণ্ডা মাথায় বাকিটা সারেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে বাম্বাকে রিয়ালের রাউল আসেন্সিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সেলতা ভিগো। সেখান থেকে সফল স্পট কিকে সমতা ফেরান আলোনসো।অতিরিক্ত সময়ে দুর্দান্ত শটে রিয়ালকে আরেকবার এগিয়ে নেন এন্দ্রিক। ১১২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তীব্র গতির শটে ব্যবধান আরও বাড়ান ভালভার্দে। ১১৯তম মিনিটে ব্যবধানে ৫-২ করে জয় নিশ্চিত করেন এন্দ্রিক।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।