আংশিক পারিশ্রমিক পেয়েই রাজশাহীর দাপুটে জয়
Nasir Uddin | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৫, ১৮:২২
চলতি বিপিএলে সবচেয়ে বেশি আলোচনায় দুর্বার রাজশাহী। তবে সেটা মাঠের খেলার জন্য, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে দেশের ক্রিকেট বেশ সরগরম ছিল। টাকা না পেয়ে দলের একটি ঐচ্ছিক অনুশীলন বাতিল করেন দলটির ক্রিকেটাররা।
অবস্থা বেগতিক হচ্ছিল দেখে রাজশাহীর ক্রিকেটারের পারিশ্রমিক দেয় ম্যানেজমেন্ট। আর টাকা হাতে পাওয়ার পরের ম্যাচেই জ্বলে উঠল রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে তারা। আসরে সপ্তম ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ২৩তম ম্যাচে দুর্বার রাজশাহী নিজেদের অনন্য পারফরম্যান্স দিয়ে জয় ছিনিয়ে নেয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে তারা। রায়ান বার্লের ৪১ রানের ঝড়ো ইনিংস এবং অধিনায়ক এনামুল হকের ৩২ রানের কার্যকরী অবদান দলকে শক্ত ভিত দেয়।
সিলেট স্ট্রাইকার্সের বোলিং লাইনআপে সবচেয়ে সফল ছিলেন রুইয়েল মিয়া, যিনি ৩ উইকেট শিকার করেন। তবে অন্যান্য বোলাররা রাজশাহীর ব্যাটসম্যানদের প্রতিরোধ করতে ব্যর্থ হন।
জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। তাদের প্রথম দুই ব্যাটসম্যান রনি তালুকদার এবং পল স্টার্লিং খুব দ্রুত ফিরে যান। এরপর জাকির হাসানের ৩৯ এবং জাকের আলীর ৩১ রানের ইনিংস সিলেটকে কিছুটা আশা দেখালেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৭.৩ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় তারা।
রাজশাহীর হয়ে সুনজামুল ইসলাম দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট দখল করেন। এছাড়া তাসকিন আহমেদ এবং মৃৎস্যজয় চৌধুরী ২টি করে উইকেট শিকার করেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।