বিপিএলে ম্যাচপ্রতি আম্পায়ার সৈকত পাচ্ছেন ২০০০ ডলার

রাহুল রাজ | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৫, ১৩:৩০

আম্পায়ার সৈকত

আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বছরজুড়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় দারুণ কিছু সিদ্ধান্ত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাই চলমান বিপিএলে অন্য আম্পায়ারদের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পাচ্ছেন এই আম্পায়ার।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিপিএলে ম্যাচপ্রতি সৈকত ২০০০ ডলার করে পাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। অবশ্য কেবল বাংলাদেশি এই আম্পায়ারই নন, আইসিসি এলিট প্যানেলের সব আম্পায়ারের জন্যই বিপিএলে একই বরাদ্দ রয়েছে।

 

ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আইসিসি এলিট প্যানেলের যেকোনো আম্পায়ারই বিপিএলে একেকটি ম্যাচ পরিচালনার জন্য ২ হাজার ডলার করে পাবেন। অর্থাৎ, কেবল সৈকতই নয়। এর আগে শুরুতে তাদের পারিশ্রমিক ১৫০০ ডলার ধরা হয়েছিল, পরে সেটি বাড়িয়ে ২ হাজার ডলার করা হয়।


গত বৃহস্পতিবার চট্টগ্রামে চিটাগং কিংস–খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত। টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। তবে আসন্ন ভারত–ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করতে যাবেন বলে বিপিএলের ফাইনালে থাকতে পারবেন না তিনি।

 

এদিকে, বিপিএলে মাসুদুর রহমান মুকুলসহ বাংলাদেশি ও বিদেশি আম্পায়াররাও ম্যাচ পরিচালনা করছেন। টুর্নামেন্টটিতে আগে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক ছিল ম্যাচপ্রতি ৩৫ হাজার টাকা করে। এবার সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বিদেশি আম্পায়ারদের জন্য ম্যাচপ্রতি বরাদ্দ ৬০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা করে। আগের মৌসুমের বিদেশিদের পারিশ্রমিকও ১০০ ডলার করে বাড়ানো হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top