বিপিএলের মাঝপথে দুর্বার রাজশাহীর অধিনায়ক পরিবর্তন
রাহুল রাজ | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৫, ১৭:৩৫
বিপিএলের মাঝপথে অধিনায়ক পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। পরিবর্তনের নতুন কোনো কারণও ব্যাখ্যা করতে পারে না দলগুলো। ঘুরিয়ে ফিরে সেই একই কথা। ‘চাপ কমাতে’ অধিনায়ক পরিবর্তন!
বিপিএলে পারিশ্রমিক জটিলতায় দুর্বার রাজশাহী চট্টগ্রাম পর্বের শুরু থেকে ছিল আলোচনায়। এবার তারা অধিনায়ক পরিবর্তন করে আবার আলোচনায় এসেছে। নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে সরিয়ে দিয়েছে। নতুন অধিনায়ক হিসেবে সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বেছে নিয়েছে রাজশাহী।
ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
বিপিএলে আট ম্যাচে তিনটিতে জিতেছে রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৭ রানে ম্যাচ হেরে যায়। দুইশর বেশি রান তাড়া করে এনামুল হক বিজয় সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। ম্যাচ শেষে মাঠে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসেও আবেগের স্রোতে ভেসে যান।
দল ভালো না করলেও এনামুল রান করছেন। আট ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাকে ব্যাটিংয়ে পূর্ণ মনোযোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে রাজশাহী, ‘‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’’
দলটি শুরু থেকেই তাসকিনকে সহ-অধিনায়ক করেছিল। তাসকিনও রয়েছেন দারুণ ছন্দে। একাধিক ক্যাচ মিসের পরও তাসকিন ৮ ম্যাচে ১৮ উইকেট পেয়েছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। তার উপর আস্থা রেখে রাজশাহী বলেছে, ‘‘আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।’’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।