মাঠের বাইরে বেশি সক্রিয় ঢাকা ক্যাপিটালস

রাহুল রাজ | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৫, ১২:১৫

মাঠের বাইরে বেশি সক্রিয় ঢাকা ক্যাপিটালস

চলমান বিপিএলে খুব একটা ভালো সময় যাচ্ছে না নতুন ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের। দেশি-বিদেশি একাধিক তারকা ক্রিকেটার দলে থাকার পরও নিজেদের খেলা নয় ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র দুইটিতে। তাতে পরবর্তী রাউন্ডে যাওয়া যেতে তাদের জন্য তৈরি হয়েছে কঠিন সমীকরণ।

তবে টুর্নামেন্টে তাদের পরিস্থিতি যা হোক, মাঠের বাইরে স্মরণীয় সময় কাটাচ্ছেন তারা। যেমন গতকালকেই চট্টগ্রামের একটি স্কুলে সামাজিক কর্মকাণ্ডের অংশ হয়েছিল ঢাকার খেলোয়াড়রা। সেখানে তারা শিক্ষার্থীদের সঙ্গে ফুটবল খেলার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডেও অংশ নেয়।


যদিও চট্টগ্রামে আসার পর এবারই প্রথম এমন কোনো সামাজিক কর্মকাণ্ডের অংশ হয়েছেন মুস্তাফিজ-লিটনরা তেমনটি নয় এর আগে গেল শনিবারও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা এমন কর্মসূচির অংশ হয়েছিল। সেই দিন তারা সময় কাটিয়েছিল শহরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে। তাদের সঙ্গে করেছিলো অনুশীলন ও খেলেছিল ক্রিকেটও। পরে তাদের উপহার দিয়েছিল জার্সি।

চট্টগ্রাম পর্বের বিপিএল প্রায় শেষের দিকে। আর বাকি মাত্র চার ম্যাচ যা আজ ও কাল অনুষ্ঠিত হবে। তার আগে গতকাল কোনো খেলা ছিল না। বিশ্রামের দিন পেয়ে বাকি দলগুলো যেখানে কঠোর অনুশীলন করে কাটিয়েছে সেখানে ব্যতিক্রম কর্মকাণ্ডে দিন পার করেছে চিত্রনায়ক সাকিব খানের দল। মঙ্গলবার সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে এক বিশেষ সচেতনতা কর্মসূচি আয়োজনে যোগ দেন।


যেখানে মোবাইল ফোন এবং মাদকাসক্তি বিষয়ে শিক্ষার্থীদের সচেতন এবং একটি স্বাস্থ্যকর ও সুষম জীবনযাত্রা প্রচার করা। এই কর্মসূচিতে ঢাকা কর্মকর্তারা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন, যারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শৃঙ্খলা, মনোযোগ এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে একাডেমিক এবং খেলাধুলায় সফল হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

এসময় তারা শিক্ষার্থীদের জানাবেন কীভাবে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে, এবং কীভাবে একটি সঠিক দৃষ্টিভঙ্গি এবং শৃঙ্খলা দিয়ে জীবনে এগিয়ে যেতে হবে সেই সম্পর্কেও ধারণা দেন।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ক্রিকেটার ও শিক্ষার্থীদের মধ্যে মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির হোসেনের মত তারকা ক্রিকেটাররাও অংশ নেয়। ম্যাচের এক পর্যায়ে ঢাকা গোল হজম করলেও শিক্ষার্থীদের সঙ্গে গোল উদ্যাপন করতে দেখা যায় ঢাকার ক্রিকেটারদের।

পরে ম্যাচ শেষে স্কুল কর্তৃপক্ষ দুই দলকে পুরস্কারও প্রদান করেন। যা ক্রিকেটাররাও একে একে তা গ্রহণ করেন। আয়োজকদের মতে এই প্রীতিম্যাচটি খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও জীবনে শৃঙ্খলা গড়তে সাহায্য করবে পাশাপাশি শারীরিকভাবে সক্রিয় থাকার গুরুত্ব বোঝাবে। সব মিলিয়ে ম্যাচ আগে স্মরণীয় একটি দিন কাটিয়েছেন লিটন- তানজিদ-মুস্তাফিজরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top