তানজিদের ব্যাটে সহজ জয়ে চারে ঢাকা
Nasir Uddin | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৫, ১৭:১১
তানজিদ তামিমের ব্যাটে ভড় করে চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট টিকে রইলো ঢাকা ক্যাপিটালস। এর আগে আজ বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চিটাগাং কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও তানজিদ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ঢাকা।
১০ ম্যাচে এটি ঢাকার তৃতীয় জয়। এই জয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে তারা। ফলে এখনও প্লে-অফের আশা বেঁচে রয়েছে শাকিব খানের মালিকানাধীন দলটির। অন্যদিকে নয় ম্যাচে চতুর্থ হার দেখলো চিটাগং, তারা তালিকার তিন নম্বরে।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকা ক্যাপিটালসকে। ওপেনার তানজিদ হাসান তামিমের হার না মানা হাফ সেঞ্চুরিতে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। তানজিদ অপরাজিত থাকেন ৫৩ বলে ৮৮ রানে।
আরেক ওপেনার লিটন দাস অবশ্য শুরুটা একটু ধীর গতিতেই করেছিলেন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৮ বলে ২৫ রান।
মুনিম শাহরিয়ারও ১৮ বল খেলেও ১২ রান করে আউট হন।এরপর সাব্বির রহমানকে নিয়ে বাকি কাজটা সারেন তানজিদ তামিম। ১১ বল বাকি হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস। সাব্বির রহমান অপরাজিত থাকেন ১০ বলে ১৬ রানে।
জহুর আহমেদ চৌধুরী টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ধীরগতির করে চিটাগং। উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪০ রান করেন দুই ওপেনার নাইম ইসলাম ও জুবাইদ আকবরী।
১৯ বলে ২৩ রান করে মোসাদ্দেকের বলে বোল্ড হয়ে ফেরত যান জুবাইদ। দ্বিতীয় উইকেটের জুটিতে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে রানের গতি কিছু বাড়িয়ে তোলেন নাইম। ১৮ বলে ১৯ রান করেন গ্রাহাম।
নাইমের ৪০ বলে ৪৪ রানের ইনিংস শেষ হয় মোসাদ্দেকের বলে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ হয়ে। ১৬ বলে ১৫ রান করে বিদায় নেন শামীম হোসেন। চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলী করেন ১১ বলে ১৬ রান। শেষ দিকে ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এতে চিটাগংয়ের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৪৮ রান।
মোসাদ্দেক হোসেন ১৩ রানে আর নাজমুল ইসলাম অপু ২৭ রানে নেন ২টি করে উইকেট।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।