উইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

Nasir Uddin | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৫, ১৪:০৬

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারসিক্স পর্ব থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে বড় জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। ক্যাবিরিয়ানদের ১০ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৭ ওভার কমে যাওয়া এই ম্যাচে তারা কেবল ৫৪ রান করতে পারে; ৬ উইকেট হারিয়ে। এই রান তাড়া করতে নেমে ৮.৫ ওভার লাগে বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে বেশিক্ষণ অবশ্য লড়তে পারেননি কেউই। নিশিতা আক্তার নিশি ও আনিসা আক্তার সোবার দারুণ বোলিংয়ে দ্রুতই উইকেট হারাতে থাকে তারা। ৬ উইকেটের মধ্যে স্রেফ তিন জন স্পর্শ করেছেন দুই অঙ্ক। আম্রিতা রামতাহাল ১৬, নাইজান্নি কাম্বারব্যাচ ১৩ ও আসাবি ক্যালেন্ডার করেন ১১ রান।

বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নিশি। সমান ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন সোবা। ২ ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নেন জান্নাতুল মাওয়া।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ও জুয়াইরিয়া। শেষ পর্যন্ত ফাহমিদার ২৫ বলে ১৪ ও জুয়াইরিয়ার ২৮ বলে ২৫ রানের ভর করে ২৫ বল এবং ১০ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top