ত্রিদেশীয় সিরিজ

৬ অনভিষিক্তকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে নামছে আফ্রিকা

রাহুল রাজ | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:১৫

ফাইল ফটো

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। এর আগে টুর্নামেন্টটির ড্রেস রিহার্সাল হিসেবে পাকিস্তানের মাটিতে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। স্বাগতিক মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও এই লড়াইয়ে শামিল হবে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। যেখানে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়নি এমন ৬ জনকে রাখা হয়েছে।

মূলত দক্ষিণ আফ্রিকা জটিলতায় পড়েছে দেশটিতে চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০’র কারণে। আজ (বুধবার) টুর্নামেন্টটির এলিমিনেটর, আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল। ফলে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সে কারণে এখনও কোনো ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি এমন ক্রিকেটার স্কোয়াডে আছেন ৪ জন, বাকি দুজন টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলেছেন।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ১০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে। এর আগে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে ৮ ফেব্রুয়ারি। প্রথমবার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন— ব্যাটার মিকা-ইল প্রিন্স, পেসার গিডেওন পিটারস ও ইয়েথান বখ এবং অলরাউন্ডার মিহলালি এম্পংওয়ানা। এ ছাড়া টেস্ট ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ম্যাথু ব্রিটজকে প্রথমবার ওয়ানডে এবং ৪টি টেস্ট খেলা সেনুরান মুথুশামি প্রথমবার সাদা বলের ফরম্যাটে ডাক পেয়েছেন।


ত্রিদেশীয় সিরিজের সূচি :
৮ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (লাহোর)
১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (লাহোর)
১২ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (করাচি)
১৪ ফেব্রুয়ারি ফাইনাল (করাচি)


চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রোটিয়াদের অধিনায়ক টেম্বা বাভুমার অধীনেই ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার পুরো সিরিজেই খেলবেন না। মার্কো জানসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও রাসি ভ্যান ডার ডুসেন সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানে পা রাখবেন। সেদিনই আবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। তবে এসএ-২০ শেষেই সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেবেন হেইনরিখ ক্লাসেন ও কেশভ মহারাজ।

ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), ইয়েথান বখ, ম্যাথু ব্রিটজকে, জেরাল্ড কোয়েটজে, জুনিয়র ডালা, উইয়ান মুল্ডার, মিহলালি এম্পংওয়ানা, সেনুরান মুথুশামি, গিডেওন পিটারস, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ ও কাইল ভেরাইনে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top