লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
Nasir Uddin | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৫৬
![ছবি: এএফপি](https://www.newsflash71.com/pmanager/real-win-20250206165520.gif)
স্প্যানিশ কোপা দেল রে-তে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ৯৩ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন ২০ বছর বয়সী স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। বুধবার বাটারকু স্টেডিয়ামে লুকা মদ্রিচ ও এনদ্রিক প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদকে দুই গোলের লিড এনে দেন। তবে ৩৯ মিনিটে রিয়াল ডিফেন্ডার জাকোবো রামনের হ্যান্ডবলের কারণে পেনাল্টি থেকে লেগানেসের হুয়ান ক্রুজ গোল করে ব্যবধান কমান।
এদিন শুরু থেকেই চাপে ছিল রিয়াল। মাত্র ৮ মিনিটের মধ্যে রিয়ালের পোস্টে চারটি শট নেয় স্বাগতিকরা। তবে ১৮তম মিনিটে রদ্রিগোর বাড়ানো পাসে লুকা মদ্রিচের দারুণ শটে এগিয়ে যায় অতিথিরা। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। টানা তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল। ম্যাচের ৩৯তম মিনিটে সফল স্পট-কিকে লেগানেসের হয়ে ব্যবধান কমান হুয়ান ক্রুস। বিরতির পর তার দ্বিতীয় গোলেই সমতায় ফেরে স্বাগতিকরা।
৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লেগানেস। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে লেগানেসের দানি রাবারের নিচু শট ঝাঁপিয়ে ধরেন রিয়াল গোলরক্ষক লুনিন।
ম্যাচে বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে লেগানেসকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। ৯৩তম মিনিটে দিয়াজের ক্রস হেড করে গোল করেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।