সান্তোসে ১২ বছর পর ফেরার রাতে জেতা হলো না নেইমারের

Nasir Uddin | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:০১

ছবি: এএফপি

নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। দীর্ঘ ১২ বছর পর আবারও শৈশবের ক্লাবেই ফিরেছেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় বোতাফোগোর বিপক্ষে দ্বিতীয় অভিষেক হয়েছে নেইমারের। এর প্রত্যাবর্তনের ম্যাচেই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। সান্তোস-বোতাফোগো ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

প্রায় ১২ বছর ইউরোপ ও এশিয়া মাতিয়ে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ৩৩তম জন্মদিনের দিন সান্তোসের হয়ে মাঠে নেমেছেন তিনি। নেইমারের নামার সময় সান্তোস ১-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

ইউরোপ যাওয়ার আগে সান্তোসের হয়ে ৬টি শিরোপা জিতেছিলেন নেইমার। যার মধ্যে রয়েছে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস শিরোপা। সেই সময় বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়দের একজন ধরা হতো তাকে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি-তে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর (সে সময়ের বাজারমূল্যে ২৬ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে পিএসজিতে যোগ দেন।

২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সই করেন নেইমার। তবে সেখানে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয় নেইমারকে।

এবার আগামী বছরের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও ব্রাজিলে ফিরেছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে হলে তার ভালো পারফর্ম করতে হবে যা সবার জানা। এখন দেখার বিষয় ব্রাজিলে নেইমার নিজের পুরনো রূপে ফিরতে পারেন কিনা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top