৩৭ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাফুফে, নেই সেই বিদ্রোহী ১৮ জন

বার্তা বিভাগ | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩০

ছয় মাসের চুক্তি করেছে বাফুফে

একদিকে বিদ্রোহীরা অন্য দিকে সমঝোতার চেষ্টা। মাঝখানে পেন্ডুল্যামের মত ঝুলে আছে অনেকর ভাগ্য। যখন দুই পক্ষই নিজেদের অস্থান নিয়ে অনড় তখন নতুন ৩৭ ফুটবলারের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছে বাফুফে। এই চুক্তিতে নেই সেই ১৮ জন বিদ্রোহী।

নারী ফুটবল ক্যাম্পে থাকা ১৮ জন এখনো কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অনড় অবস্থানে রয়েছেন। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল চেষ্টা করেও বিদ্রোহে থাকা ফুটবলারদেরকে অনুশীলনে ফেরাতে পারেননি। তারপরও ১৮ ফুটবলারের প্রতি সহানুভূতিশীল তাবিথ দেশের ফুটবলের কথা মাথায় রেখে অনুশীলনে ফেরার অনুরোধ করে যাচ্ছেন।


আগামীতে খেলোয়াড়দের সঙ্গে কোচ কোনো সমস্যা করেন কি না, সেটির প্রতিও নজর রাখার কথা জানিয়েছেন। কোনো সমস্যা থাকলে কীভাবে সেটি কর্তৃপক্ষের নজরে আনতে হবে সেটিও খেলোয়াড়দেরকে জানিয়ে দিয়েছেন। তারপরও সাবিনারা অনুশীলনে ফিরছেন না। সামনে ফিফা প্রীতি ম্যাচ। দল গঠন করতে হবে। বাফুফে সাবিনাদের দিকে তাকিয়ে থাকলেও দল গঠনের কাজ ফেলে রাখতে পারছে না।

পিটার বাটলার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, সাবিনারা না ফেরায় বাফুফে ৩৭ ফুটবলারের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি করেছে। গতকাল দুপুরেই নাকি চুক্তি হয়েছে। খেলোয়াড়রা বোর্ড রুমে এসে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। ক্যাম্প সূত্রের খবর যারা চুক্তি করছেন তাদেরকে সিনিয়র দুই একজন টিপ্পনী কাটছেন।

চুক্তি হওয়া ফুটবলারদের জন্য ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। আন্দোলনে থাকা ১৮ ফুটবলারের বিষয়ে কোনো মন্তব্য করছে না বাফুফে। তবে তাদের জন্য দরজা খোলা রয়েছে। তারা অনুশীলনে ফিরতে পারবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top