রিয়াল মাদ্রিদকে হটিয়ে আবারো শীর্ষস্থানে বার্সেলোনা

Nasir Uddin | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৪:৫৯

ছবি: এএফপি

লা লিগার চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। শীর্ষস্থান ধরে রেখেই লা লিগা গিয়ে যাচ্ছিল কাতালানরা। কিন্তু মাঝে ছন্দ হারানোর সুযোগ কাজে লাগিয়ে শীর্ষস্থান দখল করেছিল রিয়াল মাদ্রিদ। তবে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে আবারও সিংহাসনে বসেছেন ইয়ামাল-রাফিনিয়ারা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে রায়ো ভায়েকানো।

এই জয়ে ২৪ রাউন্ড শেষে ১৬টি জয় ও ৩টি ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫১। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহও ৫১ পয়েন্ট। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-২ ব্যবধানের জয়ে হেড টু হেডে এগিয়ে আছে তারা। এমনকি গোল ব্যবধানেও এগিয়ে। এক পয়েন্ট কম নিয়ে দুই দলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

এদিন ভাইয়েকানোর বিপক্ষে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। বক্সে ঢুকে বাঁ দিকের বাইলাইনের কাছাকাছি থেকে রাফিনিয়ার ক্রসে লাফিয়ে হেড লক্ষ্যে রাখতে পারেননি লেভানদোভস্কি। বার্সেলোনার বেশ কিছু আক্রমণ ভাইয়েকানোর রক্ষণে গিয়ে খেই হারিয়ে ফেলার পর ২০তম মিনিটে ভালো সুযোগ পান রাফিনিয়া। তবে শেষমেষ রাফিনিয়া তা গোলে পরিণত করতে ব্যর্থ হন। তিন মিনিট পর এই ব্রাজিলীয় উইঙ্গারের আরও একটি শট ঠেকিয়ে দেন রায়ো গোলরক্ষক আউগুস্তো বাতায়া।

তবে ২৮তম মিনিটে বার্সেলোনাকে আর আটকে রাখতে পারেনি সফরকারীরা। ঘটনাটি অবশ্য ঘটে রাফিনিয়ার শট সেভ করার পরের মিনিটেই। বক্সের ভেতর বার্সার বেশ কয়েকজন খেলোয়াড় বল নিয়ে ঢুকে পড়লে ইনিগো মার্তিনেসকে ফেলে দেন রায়ো ডিফেন্ডার পাথে সিস, আর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে তা থেকে গোল আদায় করে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি।

এই গোলে চলতি মৌসুমে লা লিগায় তার গোলসংখ্যা হলো ২০টি। আর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সব প্রতিযোগিতায় মোট ৩৪ ম্যাচে ৩৫ গোলে অবদান রাখলেন এই পোলিশ তারকা। ৩১তম মিনিটে ব্যবধান বাড়াতে পারত বার্সেলোনা, তবে লামিনের শট ঠেকিয়ে দেন রায়োর আর্জেন্টাইন গোলরক্ষক।

৩৭তম মিনিটে ভয়চিয়েখ স্টান্সনির চমৎকার ডবল সেভ দেখে দর্শক। প্রথমে রায়ো স্ট্রাইকার রান্ডি এনতেকার নিচু শট বার্সেলোনার এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করলেও মুহূর্তের মধ্যে নিজের ভারসাম্য ঠিক করে ঝাঁপিয়ে তা ফিরিয়ে দেন এই পোলিশ গোলরক্ষক। এরপর বল কিছুটা ডানে গোললাইনের কাছাকাছি এগোতে থাকলে পেয়ে যান আলভারো গার্সিয়া। তবে তিনি শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে ফের বলের সামনে নিজের শরীর ফেলে দেন স্টান্সনি। ফলে সে যাত্রায় রক্ষা পায় বার্সেলোনা।

প্রথমার্ধের শেষের দশ মিনিটের আরও কয়েকটি ভালো আক্রমণে ওঠে রায়োর খেলোয়াড়রা। এর মধ্যে ৪৩তম মিনিটে হোর্হে দে ফ্রুতোসের গোলে সমতায়ও ফেরে দলটি, কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশ হয় তারা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top