চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের মাশরাফীর শুভ কামনা

Nasir Uddin | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫৪

ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। আসর শুরুর আগে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাশরাফী। সেবার সেমিফাইনালে গিয়েছিল টাইগাররা। প্রায় ৮ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে ক্রিকেটের সঙ্গে যুক্তও নেই মাশরাফী। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভোলেননি ম্যাশ।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’

৮ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ সালে সবশেষ আসরে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশির ভাগ তারকাই। তবে অনেকটা নীরব থাকায় বেশ সমালোচিত হন মাশরাফি। তাই মাশরাফির নীরব থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন তার ভক্তরা।

এরপর এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিয়ে সব কিছুর জন্য দুঃখপ্রকাশ করেন মাশরাফি। সর্বশেষ বিপিএলেও খেলা হয়নি তার। এখনো অনেকটা আড়ালেই আছেন নড়াইল এক্সপ্রেস।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top