প্রোটিয়াদের বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড
Nasir Uddin | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ০৯:৫৮

চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পেল নিউজিল্যান্ড। বুধবার (৫ মার্চ) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান তুলতে পারে প্রোটিয়ারা। এতে ৫০ রানের জয় পায় কিউইরা।
টস জিতে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ডের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। অষ্টম ওভারে ওপেনার উইল ইয়ংকে হারানোর পর দলকে এগিয়ে নেন রবীন্দ্র ও উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়ার পথে দুজনেই সেঞ্চুরি করেন। রবীন্দ্র ১০১ বলে ১০৮ আর উইলিয়ামসন ৯৪ বলে ১০২ রান করেন। পরে ড্যারিল মিচেল (৩৭ বলে ৪৯) ও গ্লেন ফিলিপস (২৭ বলে অপরাজিত ৪৯) শেষ দিকে ঝড় তুললে ৩৬২ রানের বিশাল সংগ্রহ পায় কিউইরা।
জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভালো করলেও মিচেল স্যান্টনারের স্পিন ঘূর্ণিতে পথ হারায়। ইনিংসের পঞ্চম ওভারে রিকেলটনকে হারানোর পর দ্বিতীয় উইকেটে বাভুমা ও রাসি ফন ডার ডুসেন ৯৫ রান যোগ করলেও স্যান্টনার টানা তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।
তবে একপ্রান্তে লড়াই চালিয়ে যান ডেভিড মিলার। ৬৭ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে শেষ দিকে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন তিনি। লুঙ্গি এনগিডির সঙ্গে ২৭ বলে ৫৬ রানের জুটি গড়ে ম্যাচের উত্তেজনা বাড়ালেও জয় থেকে অনেক দূরেই ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রানে থামে তাদের ইনিংস।
এই জয়ের ফলে ২০০০ সালের পর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠল নিউজিল্যান্ড। আগামী ৯ মার্চ দুবাইয়ে শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে তারা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।