বেনফিকাকে হারিয়ে সবার আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
Nasir Uddin | প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১০:২১

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র ফিরতি লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে উঠলো কাতালান জায়ান্টরা।
গত সপ্তাহে বেনফিকার মাঠে ৭০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। আজ নিজেদের মাঠে দরকার ছিল শুধু সেই স্কোরলাইন ধরে রাখা। তবে ইয়ামাল, রাফিনিয়া এটুকুতে সন্তুষ্ট হলে তো! ম্যাচের প্রথমার্ধেই বেনফিকার জালে পৌঁছে যায় তিন গোল। শুরুটা ১১তম মিনিটে। লামিন ইয়ামালের দারুণ অ্যাসিস্টে সহজ ফিনিশিং রাফিনিয়ার।
চ্যাম্পিয়নস লিগের ইটিহাসে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন ১৭ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ১১তম গোল।
রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পরপরই সমতা ফেরান নিকোলাস ওতামেন্দি। ইয়ামাল দলকে ফের লিড এনে দেওয়ার পর নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। আসরে বেনফিকার বিপক্ষে তিন ম্যাচে রাফিনিয়া গোল করলেন পাঁচটি। প্রথম পর্বের দেখায় জোড়া গোলের পর শেষ ষোলোর প্রথম লেগে করেছিলেন একটি।
ইয়ামালের নজরকাড়া গোলে ২৭তম মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার ক্রস ধরে ডান দিকে একজনের বাধা এড়িয়ে বক্সের ভেতর দিয়ে বেরিয়ে আসেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। এরপর জায়গা বানিয়ে নেওয়া শটে বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়ন্স লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনিই। ইয়ামাল ভেঙেছেন ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড।
৪১তম মিনিটে লেভানদোভস্কির আরেকটি প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক। পরের মিনিটেই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান রাফিনিয়া। ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে পাস দেন বক্সে, বাঁ পায়ের কোনাকুনি নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২৮ বছর বয়সী তারকা।
বিরতির পর গোলের তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।