বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ২৩:১৯
চলতি বছরের শেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাদ পড়া টেস্ট দুটো খেলতে নয়, টি-টোয়েন্টি সিরিজ খেলতেই তাদের এবারের সফর। এমন খবর জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
২০২১ সালে ভারতের মাটিতে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া, এমন জানিয়েছে ক্রিকইনফো। ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের ম্যাচ আছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে যোগ করে তাই একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ হওয়ার সম্ভাবনা জেগেছে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘অস্ট্রেলিয়া আসছে, আপাতত এটাই নিশ্চিত। ইংল্যান্ডের সফর তো এফটিপিতেই আছে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আমরা কিছু বলতে চাই না। কারণ সব পক্ষের একমত হওয়ার ব্যাপার আছে। সময় আরও কাছাকাছি এগিয়ে এলে অনেক কিছু পরিস্কার হবে। এখই মন্তব্য করার সময় হয়নি। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আগে নিউ জিল্যান্ডও আসবে টি-টোয়েন্টি খেলতে।’
অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্বাগত জানালেও, গতবছর করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া টেস্ট সিরিজের বিষয়ে নেই কোনো ইতিবাচক খবর। কেননা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে সেই সিরিজটি আয়োজনের সময় পাবে না দুই দলের কেউই।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: অস্ট্রেলিয়া সফর বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।