পিএসজির জয়ের ম্যাচে নেইমারের ইনজুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২১, ২১:৫১

পিএসজির জয়ের ম্যাচে নেইমারের ইনজুরি

ফেঞ্চ ওয়ানে কায়েনকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পিএসজি। তবে বুধবার রাতের এই ম্যাচে পিএসজি জিতলেও ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন দলটির অন্যতম সেরা তারকা নেইমার।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইনজুরির কারণে অনিশ্চিত নেইমার। আগামী ১৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পিএসজি-বার্সেলোনা।

এই ম্যাচে পিএসজির অধিনায়কের দায়িত্বে ছিলেন নেইমার। ম্যাচে তাকে কয়েকবার ফাউল করা হয়। তিন মিনিটে তাকে ফাউল করা হয় দুইবার। দ্বিতীয় ফাউল করেছিলেন স্টিভ ইয়াগো। বিষয়টি নিয়ে খুবই বিরক্ত হয়েছিলেন নেইমার। কায়েনের খেলোয়াড়দের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। ৫৭তম মিনিটে তিনি বাধ্য হয়ে মাঠ ছেড়ে উঠে যান।

পিএসজি কোচ মাউরিসিও পোচেত্তিনো বলেন, ‘নেইমার ঊরুতে চোট পান। স্ক্যানের পর আমরা বুঝতে পারব তার অবস্থা। বিপক্ষ দলের খেলোয়াড়দের খেলার ধরন নিয়ে আমি কথা বলতে চাই না।’

তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পিএসজির প্রতিটি ম্যাচই জেতা উচিত। আমরা যদি এই ম্যাচে হারতাম তাহলে আপনারা সমালোচনা করতেন। আমরা দল নির্বাচনের পূর্বে ভালোভাবে বিশ্লেষণ করি। আমরা সেরা দলটিই বাছাই করার চেষ্টা করি।’

এদিন ম্যাচের ৪৯তম মিনিটে পিএসজির জয়সূচক গোলটি করেন ময়সে কিন। এই জয়ের ফলে রাউন্ড অব-৩২ তে উঠে গেছে পিএসজি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top