সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ইতিহাসের সর্বোচ্চ! মেসির ৪৭তম শিরোপা, মায়ামি চ্যাম্পিয়ন এমএলএস কাপে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামি এখন এমএলএস কাপ চ্যাম্পিয়ন! ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে পরাজিত করে শিরোপা জিতলো দলটি।

এই জয়ের মধ্য দিয়ে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি তাঁর বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে ৪৭তম শিরোপা অর্জন করলেন। ইতিহাসের যেকোনো ফুটবলারের চেয়ে যা সর্বোচ্চ। মেসি আবারও প্রমাণ করলেন, ছোট-বড় সব প্রশ্নের উত্তর তাঁর পায়ের কাছেই।

পুরো ম্যাচে মায়ামিকে ট্রফি এনে দিয়েছে মেসির জাদুকরি মুহূর্তগুলো। তিনটি গোলেরই মূল উৎস ছিলেন তিনি। দ্বিতীয় গোলটি আসে রদ্রিগো দি পলের পা থেকে এবং শেষ পেরেকটি ঠুঁকলেন তাদেও আলেন্দি, মেসির দুর্দান্ত লব থেকে।

ভ্যাঙ্কুভার দারুণ খেললেও, শেষ পর্যন্ত মেসির শিল্পশৈলীর কাছে হার মানতে হয় তাদের। কোচ হাভিয়ের মাচেরানোর আবেগঘন উদযাপন এবং চেজ স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়া গোলাপি ঢেউ যেন এই ঐতিহাসিক বিদায়কে আরও সুন্দর করে তুলল। চ্যাম্পিয়ন হিসেবেই ইন্টার মায়ামি এবার পা রাখছে তাদের নতুন ঠিকানা ‘মায়ামি ফ্রিডম পার্কে’।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top