সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

এখনও রাজনীতি চালিয়ে যেতে চান সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৪:০২

সংগৃহীত

ক্রিকেট ও রাজনীতির মাঠ দুটোতেই নিজেকে উপস্থাপন করতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সম্প্রতি ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব জানিয়েছেন, ২০২৪ সালে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেললেও এখনও তিনি বাংলাদেশের জার্সিতে ফেরার ইচ্ছা রাখেন।

পডকাস্টে সাকিব বলেন, “আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আমার ইচ্ছা। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।”

সাবেক এই অধিনায়ক দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি। সাকিব জানিয়েছেন, তিনি ঠিকই দেশে ফিরবেন এবং মাগুরা ও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যাবেন।

ক্রিকেট নিয়ে কথা বললে সাকিব জানান, তিনি পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলার পর তিন ফরম্যাটে অবসর নেবেন। তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেই। আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা—টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—এরপর অবসর নেওয়া। এটাই আমার প্ল্যান।”

সাকিব আল হাসান একদিকে দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চাইছেন, অন্যদিকে ক্রিকেট ক্যারিয়ারকে সুন্দরভাবে শেষ করার স্বপ্ন দেখছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top