শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

সন্ত্রাসীর গুলিতে আহত শরিফ ওসমান বিন হাদি, সুস্থতা কামনায় বিসিবি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭

শরিফ ওসমান বিন হাদি । ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এমন পরিস্থিতিতে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতেই বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ শুভকামনা জানানো হয়।

পোস্টে বিসিবি লিখেছে,
‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরিফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি যেন শিগগিরই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন—এই কামনা করছে বোর্ড। আমাদের ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে।’

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। গুলিবিদ্ধ অবস্থায় দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top