টি-টোয়েন্টিতে লঙ্কানদের নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ২১:২৪

টি-টোয়েন্টিতে লঙ্কানদের নতুন অধিনায়ক

লাসিথ মালিঙ্গা মাঠের বাইরে রয়েছেন দীর্ঘদিন। তাই বাধ্য হয়েই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দাসুন শানাকা।

অনেক দিন হলো জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি লঙ্কান টো ক্রাশার। স্বাভাবিকভাবেই দল নির্বাচনে বিবেচ্য হওয়ার দৌড়ে ছিলেন না তিনি। এমন পরিস্থিতিতে মালিঙ্গার জায়গায় নতুন অধিনায়ক বেছে নিতেই হতো। ওয়েস্ট ইন্ডিজে আগামী মার্চ থেকে শুরু হবে তাদের মাল্টি ফরম্যাটের সিরিজ। ৩ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজেই অধিনায়কত্ব করার সুযোগ পাচ্ছেন শানাকা।

শানাকা এর আগেও লঙ্কানদের অধিনায়কত্ব সামলেছেন। ২০১৯ সালে পাকিস্তান সফরে নেতৃত্ব ভার ছিল তার ওপর। তাতে সফলতাও মেলে। টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টিতে শানাকার নেতৃত্বের পর ক্যারিবিয়ানে শুরু হবে ওয়ানডে ও টেস্ট। সেই দলের দায়িত্বে থাকবেন দিমুথ করুনারত্নে। সে জন্য স্কোয়াডও ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। দলে রয়েছেন দুই নতুন মুখ- ওপেনার পাথুম নিসাঙ্কা ও মিডল অর্ডার ব্যাটসম্যান আশেন বান্দারা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top