শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অনুশীলনে ফিরেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২৩:৪৬

অনুশীলনে ফিরেছেন নেইমার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সালেনোর বিপক্ষে ম্যাচের আগে হুট করে ইনজুরিতে পড়েন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফলে তাকে ছাড়াই ন্যু ক্যাম্পে খেলতে নামে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এবার দ্বিতীয় লেগ শুরুর আগে সুখবরই পাচ্ছে পিএসজি শিবির।

মাঠের অনুশীলনে ফিরেছেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।

চলতি মাসের শুরুর দিকে ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার লড়াইয়ে কঁয়ের বিপক্ষে ম্যাচে বাম অ্যাবডাক্টরে চোট পান নেইমার। ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, ব্রাজিলিয়ান তারকার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে।

গত বৃহস্পতিবার ব্যক্তিগত অনুশীলন শুরু করেন ২৯ বছর বয়সী নেইমার। তার সেরে ওঠার প্রক্রিয়ায় দল খুশি বলে দিজোঁ ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে জানান পচেত্তিনো। তিনি জানান, ‘সে চিকিৎসক ও পারফরম্যান্স বিভাগের দেওয়া নিয়ম অনুসরণ করছে। সে একক অনুশীলন করছে। মানসিকভাবে বেশ ভালো অবস্থায় আছে। আমরা খুশি। সবকিছু ঠিকঠাক চলছে। সেরে ওঠার পথে অনুমিত সময়ের মধ্যেই আছে সে।’

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top