রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ভারতকে উড়িয়ে ইংল্যান্ডের বড় জয়

Rakib Hasan | প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ২১:০৭

ভারতকে উড়িয়ে ইংল্যান্ডের বড় জয়

ভারতকে নিয়ে এক প্রকার ছেলে খেলায় মেতেছিলো ইংল্যান্ড। শুক্রবার (২৭ মার্চ) রাতে ৩৩৬ রান করেও হারতে হয় রোহিত-কোহলিদের। ইংল্যান্ড জিতে ৬ উইকেটে ও ৩৯ বল হাতে রেখে।

ভারতের দেয়া ৩৩৭ রানের বড় লক্ষ্যে তারা করতে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। দলীয় ১৬তম ওভারের তৃতীয় বলে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান জেসন রয়। ভেঙে যায় ১১০ রানের উদ্বোধনী জুটি। ৭ চার ও ১ ছক্কায় ৫২ বলে ৫৫ রান করে আউট হন রয়। এরপর বেয়ারস্টো জুটি বাধেন বেন স্টোকসের সঙ্গে।

শুরুতে কিছুটা ধীরগতি ছিল স্টোকসের ব্যাটিংয়ে। তবে যতই সময় গড়িয়েছে ততই বিধ্বংসী হয়েছেন তিনি। কুলদিপ ইয়াদবকে ৩৩তম ওভারে হাঁকিয়েছেন টানা তিন ছক্কা। যদিও আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্টোকসকে।

ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ শতক থেকে এক রান দূরে থেকে সাজঘরে ফেরত যেতে হয় তাকে। ভুবেনেশ্বর কুমারের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন স্টোকস। কিন্তু ব্যাট ছুঁয়ে সেটা চলে যায় ঋষভ পান্তের গ্লাভসে। ৪ চার ও ১০ ছক্কায় ৫২ বলের ইনিংসটি থামে ৯৯ রানে।

শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বেয়ারস্টো অবশ্য ঠিকই সেঞ্চুরি পেয়েছেন। ১১ চার ও ৭ ছক্কায় ১১২ বলে ১২৪ রান করেন তিনি। বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন প্রষিধ কৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে। এরপর শূন্য রানে জস বাটলারও আউট হয়ে যান।

তবে সেটা দলের জয়ের জন্য কোনো বাধা সৃষ্টি করেনি। ডেভিড মালান ২৩ বলে ১৬ ও লিয়াম লিভিংস্টোন ২১ বলে ২৭ রান করে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে ১০ ওভারে ৫৮ রান দিয়ে দুই উইকেট পান পেসার প্রষিধ কৃষ্ণা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top