মঈন-জাদেজাদের ঘূর্ণিতে হারল রাজস্থান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৯:০৭

মঈন-জাদেজাদের ঘূর্ণিতে রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার রাতের ম্যাচে মঈন আলি এবং রবিন্দ্রো জাদেজাদের ঘূর্ণিতে মোস্তাফিজের রাজস্থান রয়্যালসকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ফলে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল তিনবারের চ্যাম্পিয়নরা। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে ধোনিরা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৩ রানেই থেমেছে সাঞ্জু স্যামসনদের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল চেন্নাইয়ের। এদিকে প্রথম তিন ওভারে উইকেটের দেখা পায়নি রাজস্থান। এমতাবস্থায় ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজকে আক্রমণে আনেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। বল হাতে নিয়েই অধিনায়কের মুখে হাসি ফোটান কাটার মাস্টার। ১৩ বলে ১০ রান করা রুতুরাজ গায়কোয়াডকে সাজঘরে ফেরান তিনি।

চেন্নাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে কেউই চল্লিশও করতে পারেননি। ওপেনিংয়ে নেমে ফ্যাফ ডু প্লেসিস ১৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে ফেরার পর আম্বাতি রাইডু ১৭ বলে ১৭ করে আউট হলে এক পর্যায়ে ১২৫ রানে ৫ উইকেট ছিল তাদের।

শেষদিকে স্যাম কুরানের ৬ বলে ১৩ আর ডোয়াইন ব্রাভোর ৮ বলে ২০ রানের দুটি ছোট কিন্তু কার্যকরী ইনিংসেই বড় পুঁজি পেয়ে যায় চেন্নাই। অধিনায়ক ধোনি আরও একবার ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ১৭ বলে করেন ১৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে মানান ভোরাকে হারায় রাজস্থান। এক প্রান্ত আগলে থেকে দুর্দান্ত ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকেন জস বাটলার। তাকে সঙ্গ দেন ডুবে। এই দুই জনের ৪৭ রানের জুটি ভাঙেন ররিন্দ্রো জাদেজা। দারুণ এক ডেলিভারিতে ৪৯ রান করা বাটলারকে বোল্ড করার পর এলবিডব্লিউ করে দেন ডুবেকে।

মঈন আক্রমণে এসে পরপর দুই ওভারে তুলে নেন ডেভিড মিলার, রিয়ান পরাগ ও মরিসের উইকেট। আর এখানেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় চেন্নাইয়ের।

তেওয়াতিয়া, উনাদকাটরা কেবল কমিয়েছেন হারের ব্যবধান। অষ্টম উইকেটে তারা গড়েন ৪২ রানের জুটি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top