তামিমের ৫০, বাংলাদেশের ৫২
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০১:৩৭
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম এবং শেষদিনের খেলায় শ্রীলঙ্কা ৮ উইকেটে ৬৪৮ রান তুলে নিজেদের ইনিংস ঘোষণা করলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফররত বাংলাদেশ।
কিন্তু শুরুতেই লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমালের জোড়া আঘাতে চাপে পড়ে টাইগাররা। তবে দলীয় অধিনায়ক মুমিনুল হককে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তামিম ইকবাল।
টাইগার ওপেনারের ফিফটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে টাইগাররা। এখনো ৫৫ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
করুনারত্নের ডাবল সেঞ্চুরি এবং ডি সিলভার সেঞ্চুরিতে ৬৪৮ রান তুললে ১০৭ রানের লিড পায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হচ্ছিল। এমন সময় লঙ্কান অভিজ্ঞ পেসার সুরাঙ্গা লাকমলের বলে ৮ বলে ১ রান করে দিকভেলার হাতে ক্যাচ তুলে দেন সাইফ।
আগের ইনিংসের সেঞ্চুরি নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে কিছুই করতে পারেননি। ৮ বল খেলে কোনো রান না তুলেই ফেরেন সাজঘরে। তৃতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে লড়ছেন তামিম। ক্যারিয়ারে আরেকটি হাফ-সেঞ্চুরি পূর্ন করেন তিনি। ৫০ রানে তামিম এবং মুমিনুল ১ রানে ব্যাট করছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: তামিম বাংলাদেশের ৫২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।