মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ড্র করে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০১:৫৩

ড্র করে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট বাংলাদেশের

শেষ পর্যন্ত ড্র-ই হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ১০৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০০ রান করার পর শুরু হয় বৃষ্টি। এরপর আর মাঠে নামা হয়নি। দুদলের সম্মতিতে ড্র ঘোষণা করা হয়।

শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষে ১০৭ রানে পিছিয়ে ছিল সফররত বাংলাদেশ। পঞ্চম দিনের খেলায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে শুরুতেই লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের বলে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে রানের দেখা পাননি আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত।

খেলার এই অবস্থায় হারের শঙ্কায় তৈরি হয়েছিল। কিন্তু দলের ড্যাশিং ওপেনারের অনেকটা ওয়ানডে ধাচের খেলা এবং অধিনায়ক মুমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে শঙ্কায় কাটিয়ে উঠে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এদিকে তামিম তুলে নেন ক্যারিয়ারের ৩০তম টেস্ট হাফ-সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৪ রানে। আর অধিনায়ক অপরাজিত ছিলেন ২৩ রানে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top