পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ১৯:০৪
টানা চার ম্যাচ হারের পর আবারও জয়ে ফিরলো সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।
সোমবার (২৬ এপ্রিল) রাতের ম্যাচে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরল দুইবারের চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ২০ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়ন মরগান বাহিনী।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচের শুরুতে কলকাতার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। কে এল রাহুলকে আউট করে পঞ্জাবের ব্যাটিংকে প্রথম ধাক্কা দেন প্যাট কামিন্স। সেই ধাক্কা হজম করার আগে প্রথম বলেই কার্তিককে খোঁচা দিয়ে মাভির বলে ফেরেন ক্রিস গেইল।
এরপর নারাইন, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তীর দাপটে একেবারেই সুবিধা করতে পারেনি পাঞ্জাবের মিডলঅর্ডার। মায়াঙ্ক আগরওয়াল ৩১ ও শেষ দিকে ক্রিস জর্ডন ১৮ বলে ৩০ না করলে স্কোর বোর্ডে আরও কম রান উঠত।
প্রসিদ্ধ কৃষ্ণা দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুনিল নারিন ও প্যাট কামিন্স।
মাত্র ১২৪ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম তিন ওভারে যথাক্রমে সাজঘরে ফেরেন নিতিশ রানা (০), শুবমান গিল (৯) ও সুনিল নারিন (০)। দলের রান তখন মাত্র ১৭। বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর কলকাতাকে চেপে ধরার স্বপ্ন দেখতে শুরু করে পাঞ্জাব।
তবে চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক ইয়ন মরগান ও তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠি দলের হাল ধরেন। দুজন মিলে মাত্র ৮ ওভারে গড়েন ৬৬ রানের জুটি। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৩২ বলে ৪১ রান করেন ত্রিপাঠি।
তবে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক মরগান। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৭ রানের ইনিংস। যেখানে ছিল ৪টি চার ও ২টি ছয়ের মার। এছাড়া আন্দ্রে রাসেল ১০ ও দিনেশ কার্তিক অপরাজিত থাকেন ১২ রানে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।