দিল্লিকে ১ রান হারিয়ে শীর্ষে ব্যাঙ্গালুরু
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ১৬:৪৮
                                        টানটান উত্তেজনা ছাড়িয়ে দিল্লি ক্যাপিটালসকে ১ রানের ব্যবধানে হারিয়ে শীর্ষ স্থান নিজেদের দখলেই রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে টস জিতে ব্যাঙ্গালুরুকে আগে ব্যাট করতে পাঠায় দিল্লি।
৪২ বলে ৭৫ রান করেন এবি ডিভিলিয়ার্স। ২২ বলে ৩১ রান তুলেন রজত পতিদার। অন্যদিকে ২০ বলে ২৫ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলে ব্যাট থেকে।
একটি করে উইকেট তুলেন অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, আবেশ খান।
জবাবে ৪৮ বলের ৫৮ রান তুলেন ঋষভ পন্থ। ২৫ বলে ৫৩ রান করেন শিমরন হেটমেয়ার। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রানের।
পন্থ-হেটমেয়ার অপরাজিত থেকেও ১ রানের জন্য জয়ে পৌঁছতে পারেনি দিল্লি। ৪ উইকেটে ১৭০ রান করতে সক্ষম হয় তারা।
ব্যাঙ্গালুরুর হয়ে হার্সাল প্যাটেল দুটি উইকেট তুলেন। মোহম্মদ সিরাজ ও কাইল জেমিসন একটি করে উইকেট আদায় করেন।
এই জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বিরাট কোহলি নেতৃত্বাধীন দলটি।
এনএফ৭১/আরএইচ/২০২১

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।