• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


উইকেট পেলেন তাসকিন, শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২১, ১৭:৩৩

উইকেট পেলেন তাসকিন, শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

পাল্লেকেলেতে তৃতীয় দিনে মাত্র ১৫ মিনিটে ২৪ রান তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলেন রমেশ মেন্ডিস। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা দিয়ে দিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। প্রথম ইনিংসে ৭ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৪৯৩ রান।

দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোর বোর্ডে ৬ উইকেটে ৪৬৯ রান ছিল। শনিবার (০১ মে) রমেশ মেন্ডিসকে নিয়ে মাঠে নামেন নিরোশান ডিকভেলা।

৩৮ বলে ৩৩ রান করে বিদায় নেন রমেশ। অন্যদিকে ৭২ বলে ৭৭ রান করে অপরাজিত রয়ে যান ডিকভেলা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লঙ্কানরা।

প্রথম দিনে ২০৯ রানের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ১৯০ বলে ১১৮ রান করে করুণারত্নেকে ফেরান সফরকারীদের হয়ে অভিষিক্ত এই পেসার।

দ্বিতীয় দিনে ২৯৮ বলে ১৪০ করা লাহিরু থিরিমানে, ১৫ বলে ৫ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ৮৪ বলে ৩০ রান তোলা পাথুম নিশানকার উইকেট তুলেন তাসকিন।

অন্যদিকে ২২১ বলে ৮১ রান করা ওসাদা ফার্নান্দোকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভাকে বিদায় করেন তাইজুল ইসলাম। ৯ বলে তার ব্যাট থেকে আসে ২ রান।

সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে তিন উইকেটের পর চলমান ম্যাচে ১২৭ রানে চার উইকেট তুলেছেন তাসকিন। যা টেস্ট টাইগার পেসারের ক্যারিয়ার সেরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top