জয়ে শিরোপার স্বপ্ন ধরে রাখল রিয়াল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২১, ১৯:০৪
স্প্যানিশ লা-লিগার খেলায় বৃহস্পতিবার রাতে পুচকে ক্লাব গ্রানাদার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে জিনেদিন জিদানের শিষ্যরা। আর তাতেই শিরোপার স্বপ্ন ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিন ম্যাচের চতুর্দশ মিনিটে লক্ষ্যে প্রথম বল রাখে রিয়াল; তবে রদ্রিগোর ক্রসে বেনজেমার হেড কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
তিন মিনিট পর একরকম হঠাৎ করেই গোল পেয়ে যায় শিরোপাধারীরা। মদ্রিচের গোলটিতে দারুণ ভূমিকা মার্সেলোর জায়গায় লেফট-ব্যাকে সুযোগ পাওয়া মিগেল গুতিরেসের। প্রথমবার শুরুর একাদশে নামা এই তরুণ রক্ষণের মাথার ওপর দিয়ে অসাধারণ এক স্কুপ পাসে ডি-বক্সে খুঁজে নেন অভিজ্ঞ সতীর্থকে। আর দুরূহ কোণ থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন ক্রোয়াট মিডফিল্ডার।
প্রথমার্ধের যোগ করা সময়ে মার্ভিনের বাড়ানো বল ধরে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।
সুয়ারেসের জোরালো শট থিবো কোর্তোয়া ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে নিখুঁত শটে গোলটি করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড হোর্হে মোলিনা।
নাটকীয়তার আভাস জাগলেও তা স্থায়ী হয়নি। খানিক বাদেই পরপর দুই মিনিটে দুই গোল করে ম্যাচ প্রায় শেষ করে দেয় রিয়াল।
এ জয়ের ফলে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্টে টেবিলের দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে শীর্ষে থাকা অ্যাতলেটিকোর সংগ্রহ ৮০ পয়েন্ট। আর ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্টে তিনে রয়েছে বার্সেলোনা।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।