সেই মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২১, ২৩:২০
ধারাবাহিকতার প্রতিমূর্তি যাকে বলে! আজকেরটি নিয়ে সর্বশেষ ১৭ ইনিংসে একবারও দশের নিচে আউট হননি মুশফিকুর রহীম। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংসই আবার ৭টি। যার সর্বশেষটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই, ৮৪ রানের।
দ্বিতীয় ওয়ানডেতেও দলের বিপদের মুহূর্তে হাল ধরেছেন সেই মুশফিক। সঙ্গে গত ম্যাচের সেঞ্চুরি জুটির সঙ্গী ‘ভায়রা ভাই’ মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে এখন পর্যন্ত তারা ৯ ওভার কাটিয়ে অবিচ্ছিন্ন আছেন ৩২ রানে।
মুশফিক আছেন হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৩ অপরাজিত), মাহমুদউল্লাহ ৮ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ৪ উইকেটে ১১১ রান।
মিরপুরে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৫ রানের মধ্যে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল আর সাকিব আল হাসান সাজঘরের পথ ধরেন।
অথচ ইনিংসের প্রথম ওভারে ইসুরু উদানাকে তিন বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু দুশমন্ত চামিরার পরের ওভারে জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ওভারের প্রথম বলেই দারুণ এক ইনসুইঙ্গারে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চামিরা। আম্পায়ার প্রথমে আউট দেননি। শ্রীলঙ্কা রিভিউ নিয়ে নেয়, তাতেই বাজিমাত। বাংলাদেশ অধিনায়ক ফেরেন ৬ বলে ১৩ রানের ইনিংস খেলে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।