সিপিএলে পুরনো দলের হয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২১, ২১:৪৯
ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত সাকিব আল হাসান এবার পাড়ি জমাবেন ওয়েস্ট ইন্ডিজ। গত তিন আসরে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে না পারা সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ।
সিপিএল এর অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে, আসন্ন আসরে জ্যামাইকার হয়ে খেলবেন সাকিব আল হসান।
২০১৬ সালে যেবার জ্যামাইকার হয়ে খেলেছিলেন সাকিব, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল তার দল। ফাইনালে গায়ানা অ্যামাজনকে মাত্র ৯৩ রানে বেঁধে ফেলার পেছনে দারুণ অবদান ছিল সাকিবের। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। ব্যাট হাতে নামাই লাগেনি সাকিবের, তার আগেই জিতে যায় তার দল। ২০১৭ সালের আসরেও খেলেন জ্যামাইকার হয়ে। তবে ২০১৮ এবং ১৯ সালে খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে।
আগামী ২৮ আগস্ট থেকে শুরু শেষ হবে ১৯ সেপ্টেম্বর। কোভিড পরিস্থিতির কারণে ৩৩টি ম্যাচের সবগুলোই হবে এক ভেন্যু ওয়ার্নার পার্কে।
জামাইকা তালাওয়াশ: আন্দ্রে রাসেল, সন্দীপ লামিচানে, কার্লোস ব্র্যাথওয়েট, রোভম্যান পাওয়েল, সাকিব আল হাসান, মুজিব উর রহমান, গ্ল্যান ফিলিপস, চ্যাডউইক ওয়ালটন, ওশান টমাস, আসিফ আলী, ফিদেল এডওয়ার্ডস, প্রেস্টন ম্যাকসুইন, জেরামেইন ব্ল্যাকউড, নিকোলাস ক্রিসন, রামাল লুইস, এনক্রুমাহ বোনার, ভেরাসামি পারমৌল ও রায়ান পারসৌড।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।