ফিল্ডিংয়ে টাইগাররা, একাদশে লিটনের বদলে নাঈম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ মে ২০২১, ২২:০৪

ফিল্ডিংয়ে টাইগাররা, একাদশে লিটনের বদলে নাঈম

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলংকাকে ওয়ানডে সিরিজে পরাজিত করেছে বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচের প্রথম দুই ওয়ানডেতে লংকানদের হারিয়ে সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। একই ভেন্যুতে আজ শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশের লক্ষ্যে খেলতে নামছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে লংকান অধিনায়ক কুশাল পেরেরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (২৮ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ১টায় শুরু হবে। এ ম্যাচ জিতলে লঙ্কানদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। লিটন দাশের পরিবর্তে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ। আর মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডেতে কনকাশনে সাইফরে চোটে মাঠে নেমেছিলেন তাসকিন।

এ ম্যাচে শ্রীলঙ্কা তাদের একাদশে ব্যাপক পরিবর্তন এনেছে। উইকেটরক্ষক হিসেবে ফিরেছেন নিরোশান ডিকভেলা। এছাড়া রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দোর অভিষেক হচ্ছে। বাদ পড়েছেন লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, বান্দারা ও শানাকা।

এরআগে প্রথম ওয়ানডেতে লংকানদের বিপক্ষে ৩৩ রানে জয় পায় বাংলাদেশ আর দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ১৪১ রানের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০'তে এগিয় থেকে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামেরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top