দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২১, ০৭:৫৪
সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ১১ঘটিকায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়া, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন মারুফ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মনির উদ্দিন, সহ সভাপতি রিংকু কুমার দেব, কোষাধ্যক্ষ ভানু সূত্রধর, বাপা রায়, রুবেল হাসান প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা নরসিংপুর ইউনিয়ন বনাম মান্নারগাও ইউনিয়নের মধ্যে শুরু হয় হয়েছে। খেলা পরিচালনায় ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুল ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মনির উদ্দিন। এছাড়াও সহকারী হিসাবে খেলা পরিচালনায় রয়েছে, তুহিন, মোহন প্রমুখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সুনামগঞ্জ দোয়ারাবাজার স্পোর্টস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।