বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো কিছু দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০৩:১৫

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরো কিছু দিন

দেশের বিভিন্ন এলাকায় ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে। এসব এলাকায় এমন অবস্থা কয়েক দিন থাকতে পারে। এ ছাড়া কুয়াশাচ্ছন্নতার কারণে অনেক জায়গায় দেরিতে দেখা যাবে সূর্য। দু-তিন দিন পর সারাদেশে তাপমাত্রা বাড়তে থাকবে বলেও জানান তিনি।

ওমর ফারুক বলেন, চলতি মাসের ১১ তারিখের পর বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top