বিপদমুক্ত উপকূলীয় অঞ্চল
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ১২:২৪
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ গেলো দিন উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানার পর আজ অনেকটা দুর্বল হয়েছে। তাই কক্সবাজারসহ অন্যান্য উপকূলীয় এলাকাগুলোকে বিপদমুক্ত বলে ঘোষণা করা হয়েছে।
আজ (২৫ অক্টোবর) ভোররাত ১টার দিকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’। বর্তমানে একেবারে দুর্বল হয়ে নিম্নচাপ আকারে ঘূর্ণিঝড়টি মায়ানমার অংশে অবস্থান করছে।
ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে যাওয়ায় দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য ৭নং বিপদসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
এর আগে রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে সাতকানিয়া ও চট্টগ্রামের উপর অবস্থান করছিল।
বিষয়: বঙ্গোপসাগর হামুন ঘূর্ণিঝড়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।