শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাজশাহীতে শৈত্যপ্রবাহ: কুয়াশা ও তাপমাত্রা কমেছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৩

ছবি: সংগৃহীত

 শহরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, এ তাপমাত্রাকে তারা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে।

রাজশাহী অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৬ শতাংশ। বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। চলমান শৈত্যের কারণে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমেছে।

শহরে ঘন কুয়াশার ফলে রাস্তাঘাট ও প্রাকৃতিক পরিবেশ ঢাকা পড়েছে। শীতে মানুষ খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে রিকশা চালকদের যাত্রী সংকট তৈরি হয়েছে। তারা জানিয়েছেন, যাত্রী না থাকায় রোজকার আয়ও কমছে।

শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগবালাইও বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশিতে ভুগছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top