মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ২৩:৪৬

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গ

স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরবঙ্গ। ভারতের একাধিক গণমাধ্যমের জানিয়েছে যে আসাম ও মেঘালয়ে ভূমিকম্প আঘাত হেনেছে এই ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

ভূমিকম্পের উৎসস্থল আসামের গোয়ালপাড়া। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় অনুভূত হয়েছে এই ভূমিকম্প । কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভূমিকম্প থেকে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে উত্তরবঙ্গবাসীকে। বর্ষাকালের প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস নেমে একাধিক এলাকার রাস্তা বন্ধ হয়ে গেছে। কার্শিয়াংয়ের তিনধরিয়ায় ধস নেমেছে জাতীয় সড়কে। শিলিগুড়ি থেকে দার্জিলিং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে সোমবার রাতে রাজধানী দিল্লি ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল।

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top