করোনা ভ্যাকসিনের গ্রহণ করেছেন সু চি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২১, ০০:৪৩
মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি করোনা ভ্যাকসিনের দু'টি ডোজই গ্রহণ করেছেন। সু চির আইনজীবী এই বিষয়টি বিভিন্ন গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে মিয়ানমারে করোনা সংক্রমণ বেড়ে গেছে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত থাকায় চীনেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। মিয়ানমারের বর্তমান জনসংখ্যা ৫ কোটি ৪০ লাখের মধ্যে মাত্র ২ দশমিক ৮ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে মাত্র ৩৫ লাখ ডোজ।
তবে সু চি কবে, কোথায়, কোন ভ্যাকসিন নিয়েছেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তাছাড়া জান্তা সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছুই জানানো হয়নি। গেল ২৪ ঘণ্টায় মিয়ানমারে নতুন করে ৩ হাজার ৬০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মিয়ানমারের সঙ্গে অবস্থিত চীনের সীমান্ত শহর রুইলিতে নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।