পাসপোর্ট সূচকে পিছিয়ে গেল বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ২৩:৪০

পাসপোর্ট সূচকে পিছিয়ে গেল বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ আট ধাপ পিছিয়ে গেছে। গ্লোবাল সিটিজেনশিপ এবং রেসিডেন্সি পরামর্শক লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স প্রতি বছর পাসপোর্ট সূচক প্রকাশ করে। মঙ্গলবার প্রকাশিত সেই হেনলি পাসপোর্ট সূচক থেকেই এই তথ্য জানা গেছে।

ভিসা ছাড়া কোন পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করেই তৈরি করা হয় এই সূচক। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছ থেকে আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়।

২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮। চলতি বছর সেই অবস্থান থেকে আট ধাপ নেমে বাংলাদেশ ১০৬ নম্বরে চলে এসেছে। বর্তমান সূচক অনুযায়ী, আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন।

তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে লেবানন ও সুদান। দক্ষিণ এশিয়ার তিন দেশ নেপাল ১০৯, পাকিস্তান ১১৩ ও আফগানিস্তান ১১৬তম অবস্থানে রয়েছে। তালিকার শীর্ষে এশিয়ার তিন দেশ রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে জাপান, দ্বিতীয়তে সিঙ্গাপুর এবং তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top