রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে ২ মিলিয়ন অ্যাকাউন্ট ব্লক করল হোয়াটসঅ্যাপ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ০০:০২

ভারতে ২ মিলিয়ন অ্যাকাউন্ট ব্লক করল হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গত মে ও জুনে তারা ভারতে দুই মিলিয়ন তথা ২০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করেছে। মূলত নিয়মভঙ্গের কারণে এটি করা হয়েছে বলে জানিয়েছে তারা। সূত্র, বিবিসি।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলেছে, ‘যাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে তাদের ৯৫ শতাংশ নিয়মের চেয়ে বেশি সংখ্যক ম্যাসেজ করেছে। ভারতে ক্ষতিকারক বা অযাচিত ম্যাসেজ প্রতিরোধ করাই আমাদের লক্ষ্য। ১৫ মে থেকে ১৫ জুন সময়ে ভারতে ২ মিলিয়ন অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক হারে ম্যাসেজ করা হয়। এই কারণে সেগুলো নিষিদ্ধ করা হয়েছে।’

ফেসবুক-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় মার্কেট ভারতে। ভারতে ৪০০ মিলিয়ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছে।

উন্নতমানের ম্যাশিন লার্নিং টেকনোলোজি ব্যবহার করে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ প্রতি মাসে প্রায় ৮ মিলিন অ্যাকাউন্ট নিষিদ্ধ করে।

অভিযোগ আছে, ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে প্রচুর পরিমাণে জাল খবর ছড়ানো হয়। এক ঘণ্টায় ১০ হাজার মানুষের কাছে ভুয়া তথ্য পাঠানো হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top