মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে হজ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ২১:৫৩

মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে হজ

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর দ্বিতীয়বার মাস্ক ও সামাজিক দূরত্ববিধি মেনে পালিত হচ্ছে হজ।

গত বছরের তুলনায় এ বছরের হজে বেশি হজযাত্রী অংশ নিচ্ছেন। কিন্তু স্বাভাবিক সময়ে প্রতি বছর হজে যত মানুষ অংশ নিতেন, তার তুলনায় অনেক কম মানুষ এবছরের হজে অংশ নিতে পারছেন। সৌদি আরবের মাত্র ৬০ হাজার পুরো ডোজ ভ্যাকসিন দেওয়া বাসিন্দাকেই হজ করার অনুমতি দেওয়া হয়েছে। অনলাইনে জমা পড়া সাড়ে পাঁচ লাখের বেশি আবেদনের মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছে এই ৬০ হাজারকে।

শনিবার (১৭ জুলাই) থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। সোমবার (১৯ জুলাই) সকালে মিনা থেকে ৩ হাজার বাসে করে হজযাত্রীদের আরাফার ময়দানে সুশৃঙ্খলভাবে পৌঁছানো হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হজ


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top