৪৫ অভিবাসীকে নিয়ে তুরস্কে নৌকাডুবি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২১, ০৪:০৭
৪৫ অভিবাসীকে নিয়ে তুরস্কের দক্ষিণে ডুবে গেছে একটি নৌকা। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, নৌকাটির খোঁজ ও অভিবাসীদের উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ও বিমান পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তুর্কি অবকাশযাপন শহর কাসের ২৫৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নৌকাটি ডুবে যায়। ওই এলাকায় অনুসন্ধানের জন্য নৌবাহিনীর দুটি ফ্রিগেটস পাঠানো হয়েছে। এছাড়া নৌবাহিনীর একটি বিমানও পাঠানো হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।